এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: উত্তপ্ত সন্দেশখালির পাশাপাশি রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতৃত্বদের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তার মাঝেও ব্যতিক্রমী চিত্র ধরা পড়লো উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে ৷ সোমবার ভেকুটিয়া বাজার প্রাইমারী স্কুল ময়দানে স্বরূপনগর বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বিশেষ সভার আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ তিনি বলেন, তিনটি পঞ্চায়েতের মহিলাদের নিয়ে সভার আয়োজন করা হলেও আজ তা জনসভার রূপ নিয়েছে, বিরোধীরা বুঝে গেছে স্বরূপনগরে তাদের আর কোনো স্থান নেই ৷’ কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন আগামী লোকসভায় প্রতিরোধের ভোট হবে মন্তব্য করেন বিশ্বজিৎ ৷ উপস্থিত ছিলেন বিধায়ক বীনা মন্ডল, তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন ৷ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী সঙ্গীতা কর কুন্ডু বলেন, ‘রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের সম্মানিত করছেন, মা বোনদের কথা চিন্তা করে তিনি লক্ষীর ভান্ডার প্রকল্পে মাসিক ৫০০ টাকা থেকে ১০০০ টাকা প্রদান করবেন এবং তপশিলি জাতি-উপজাতিদের ক্ষেত্রেও ২০০ টাকা বৃদ্ধি করেছেন ৷ পাশাপাশি ১০০ দিনের বকেয়া কাজের টাকাও পরিশোধ করবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ৷ সবমিলিয়ে দিদিকে ধন্যবাদ জানাতেই আমরা কয়েক হাজার মহিলারা আজ উপস্থিত হয়েছি ৷’ সভায় বক্তব্য রাখার সময় জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল রায়, সাধারণ সম্পাদক নারায়ণ কর, এসসি-ওবিসি সেলের সভাপতি পিনাকি বিশ্বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কথা জানান ৷ এদিন উপস্থিত মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন সূচক প্লাকার্ড হাতে নিয়ে সভায় শামিল হন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct