আপনজন ডেস্ক: প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই হার। রাজকোট টেস্ট তো ভারতের কাছে ইংল্যান্ড হেরে গেছে ৪৩৪ রানে। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। সেদিন দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৩ উইকেট হারানোর পরও ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেনি ইংল্যান্ড। খেলেছে জয়ের জন্যই, তাতে হিতে বিপরীত হয়ে অলআউট হয় দ্রুত। ইংল্যান্ড টেস্ট জিতলে তাদের কৌশলের প্রশংসা হয়, আবার হারলে হয় সমালোচনা। রাজকোটে এত বড় হারের পর স্বাভাবিক ভাবেই সমালোচনার ধারটা একটু বেশি। ধার যতই বেশি থাকুক না কেন, ইংল্যান্ড কৌশল বদলাবে না, জানিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালাম বলেছেন, ‘এ ধরনের আলোচনা আমরা কখনো করিনি। কারণ, তেমন কিছু হওয়ার অর্থ হলো আপনি ছেলেদের মাথায় অন্য রকম এক চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন। আমরা চেয়েছি ছেলেরা যেন পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ ভালো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পায়, সেটি নিশ্চিত করতে।’ ইংল্যান্ডের টেস্ট দলের কোচ আরও বলেন, ‘আপনি যদি ভারতকে ভারতের মাটিতে হারাতে চান, তবে আপনাকে ওদের প্রতিটি বোলারের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য থাকতে হবে। ওরা একজন বোলার কম নিয়ে খেলছে কি না, সেটি কোনো ব্যাপার নয়। আমাদের কৌশল অবশ্য এবার কাজ করেনি, আমরা সেটা মেনেও নিচ্ছি। কিন্তু এটা পরেরবার কাজ করতে পারে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct