আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের বহু পুরাতন গাছ কাটার অভিযোগে সরব হলেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শান্তিনিকেতনবাসীর। প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথের সাথে ফুল ও গাছপালার এক গভীর অন্তর্নিহিত সম্পর্ক ছিল। শান্তিনিকেতনে বহু গাছের নামকরণ করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময়ের লাগানো গাছ কাটার অভিযোগ। সদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান বিশ্বভারতী কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এই স্বীকৃতি পাওয়ার পর আলাদা মাত্রা পেয়েছে শান্তিনিকেতন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের লাগানো বহু গাছ কাটার অভিযোগ। সমস্তটাই পরিকল্পনা করে হয়েছে এমনটাই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদৃপ্ত ঠাকুর। বিশ্বভারতী চত্বর রতনপল্লীতে বহু পুরাতন গাছগুলি কাটার অভিযোগ উঠেছে। প্রশ্ন হচ্ছে এত বহু পুরাতন গাছ কি করে কাটতে পারে ?সেই নিয়ে ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুর এলাকার মানুষরা। এদিকে বোলপুর ফরেস্ট রেঞ্জার প্রদীপ হালদার বলেন,“জেলা বনভূমি আধিকারিক স্যারের কাছে পারমিশন নেওয়া হয়েছে।” ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদৃপ্ত ঠাকুর বলেন, ভাবতেই পারছি না, খুব অবাক লাগছে। যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের সময় লাগানো বহু পুরাতন গাছ। সমাজ সংস্কারের নামে যেভাবে ঘাস কাটা হচ্ছে তাতে অসাধু চক্র কাজ করছে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব। বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অবশ্য এই বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দিতে চাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct