আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: আধার কার্ড বাতিল আশঙ্কায় ভুগছে মতুয়াদের একাংশ।ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকার একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিল হয়েছে। আধার কার্ড বালিতের চিঠিতে ভিটেমাটি হারানোর আশঙ্কায় এলাকার বাসিন্দারা।বীরভূমের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার ইস্যু নিয়ে কেন্দ্রর নাম না করে কেন্দ্র তোপ দেগেছেন রাজ্যের কোন স্কিন বন্ধ করা হবে না বলে তিনি আশ্বস্ত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মানুষ এক সময় বরাদ্দ হয়েছিলন ভিটে মাটি ছেড়ে পারি দিয়েছেন ওরাই আজ নতুন করে ভিটে হারানোর আশঙ্কায় বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকায় একাধিক বাড়িতে আধার কার্ড ডিএক্টিভেট চিঠিতে এসছে পোঁছে।চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ সীমান্তবর্তী এলাকায় বাসিন্দারা বজেন্দ্র নাথ বলেন,রেশন দিচ্ছি না বাকি পরিষেবা বন্ধ হয়ে গেছে। ব্যাংকে টাকা তুলতে গেলে বলছেন আপনার আধার কাড বাতিল হয়ে গেছে টাকা তোলা হবে না।আমরা এখন বাঁচবো কি আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের বাবলা,গোবিন্দপুর,টুঙ্গী সহ কালিপুর একাধিক গ্রামে পোস্ট অফিসে মাধ্যমে মানুষ আধার বাতিল চিঠি এসে পৌঁছায় শনিবার কপালে চিন্তার ভাঁজ। গোবিন্দপুরে বাসিন্দারা জানান,আধার কাড দেওয়ার দরকার কি আর কেরে নেওয়ার দরকার কি!আমার এখন ছেলে মেয়ে নিয়ে কি করবো কোন পরিষেবা পাচ্ছি না আমার কাছে থেকে আধার কাড কি কেরে নেওয়া ঠিক হয়ছে। আধার ইস্যু স্থানীয় তৃণমূল নেতার দাবি বিজেপি বিভেদ রাজনৈতি করেছে গ্রামে মানুষের চিন্তা নেই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বিজেপির এনআরসি করার প্রথম পাঠ কিনা বুঝতে পারছি না। তৃণমূল মানুষের পাসে আছে তাদের চিন্তার কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার সঙ্গে বিজেপি যতই চক্রান্ত করুক তাদের ভয়ে কারণ নেই।সিপিএমের নেতৃত্বে বলছেন সম্পূর্ণ কেন্দ্র সরকার বিজেপি সরকার করেছে আমার মনে করি সিএএ প্রথম ধাপ করছে আমাদের পরিস্কার জানাচ্ছি ভারতবর্ষ যে একটা পরিচয় থাকলে সে ভারতবর্ষ নাগরিক বিজেপি মানুষকে নতুন করে নাগরিকত্ব দেওয়া নামে মানুষকে ভোটের রাজনীতি ভাগা ভাগি করে মানুষ তার জবাব দেবে ভোটে মধ্যে দিয়ে।স্থানীয় বিজেপি নেতৃত্বের মানুষ ভয় পাওয়ার কিছু নেই এদের ভয় পাওয়ার কোন কারণ নেই।নতুন করে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার। সীমান্তবর্তী তার কাটা লাগুয়া গ্রামে বাসিন্দারা নাগরিকত্ব বাতিল আশঙ্কায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ছে আধাঁর কাড হাতে করে কি সমাধান করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct