আপনজন ডেস্ক: রাজ্যের বহু মানুষের আধার কার্ড বাতিল হওয়ায় মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই উদ্বেগ নিরসনে নামল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের এই আধার কার্ড বাতিল করা নিয়ে এনআরসি-র আশঙ্কা প্রকাশের সঙ্গে সঙ্গে বহু প্রকল্পে তাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনার অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। তাই মুখ্যমন্ত্রী সোমবার মানুষের সেই ভোগান্তি দূর করতে বিশেষ পোর্টাল চালু করার আশ্বাস দিয়েছিলেন। তার আগে আধার সমস্যার সমাধানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল নবান্ন। নতুন এই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯০৮৮৮৮৫৫৪৪। কারও কাছে যদি আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসে তবে তিনি ওই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন। জানালেই সমস্যার সমাধান মিলবে। এর আগে মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা আধার কার্ড দেবে রাজ্য সরকার। ব্যাঙ্ক বা অন্য কোনও কাজে কোনও সমস্যা হবে না।আধার নিষ্ক্রিয় সংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য একটি পোর্টাল চালু করার ঘোষণা হয় নবান্ন থেকে। এর পাশপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু হওয়ার কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct