আপনজন ডেস্ক: মঙ্গলবার রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিজেপির চুন্নিলাল গারাসিয়া এবং মদন রাঠোরও রাজ্য থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন বিধানসভা সচিব মহাবীর প্রসাদ শর্মা। মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। অন্য কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় তিন নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।কংগ্রেসের রাজ্যসভার সদস্য মনমোহন সিং ও ভূপেন্দ্র যাদবের (বিজেপি) মেয়াদ শেষ হচ্ছে ৩ এপ্রিল। বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা বিধায়ক নির্বাচিত হওয়ার পরে ডিসেম্বরে বিধানসভা থেকে পদত্যাগ করার পরে তৃতীয় আসনটি শূন্য হয়েছিল।২০০ সদস্যের বিধানসভায় বিজেপির ১১৫ জন এবং কংগ্রেসের ৭০ জন বিধায়ক রয়েছেন। রাজস্থানে রাজ্যসভার ১০টি আসন রয়েছে। ফলাফলের পর কংগ্রেসের ছয়জন এবং বিজেপির চারজন বিধায়ক রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct