এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের শিক্ষা মানচিত্রে ইতিমধ্যেই প্রথম সারিতে উঠে এসেছে শামীম সরকার পরিচালিত অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন। তবে শুধু সিভিল সার্ভিস নয়, অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে চমকপ্রদ সাফল্য পাচ্ছে কলেজস্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন। সদ্য প্রকাশিত হয়েছে পুলিশ ও প্রাথমিক নিয়োগের চূড়ান্ত তালিকা। অনেকের নিয়োগ ও সম্পন্ন হয়েছে। তাতে এবছর উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন। ১১ জন পুলিশে এবং ২০ জন প্রাথমিকে চাকরি পেয়েছেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ নিয়ে। সেই সমস্ত সফল শিক্ষার্থীদের রবিবার ওই প্রতিষ্ঠানের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা নেওয়ার পাশাপাশি সফল ছাত্র-ছাত্রীরা এদিন হার না মানা জীবনের কাহিনী এবং সাফল্য অর্জনের কৌশল তুলে ধরেন। পাশাপাশি সফলরা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে তাদের অনুভূতি ভাগ করে নেন। এসময় সফলরা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের বিশেষভাবে প্রশংসা করেন। জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ২০২১ সালের পরীক্ষার (এক্সিকিউটিভ) গ্রুপ ‘এ’ ও ‘বি’ গ্রুপের ফলাফল অনুযায়ী গ্রুপ-এ ও গ্রুপ বি মিলে মোট উত্তীর্ণ ১১৬ জনের মধ্যে ৩৩ জনই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের। সেই সাফল্যের ধারা কার্যত অব্যাহত রয়েছে। ২৯/১ নম্বর কলেজ স্ট্রিটের ‘হোয়াইট হাউস’-এ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন আয়োজিত সফলদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, উচ্চশিক্ষা দফতরের প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মহসীন, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি সৈয়দ বদরুদ্দোজা, ডেপুটি পুলিশ কমিশনার কাফিল আহমেদ হাসমি, কলকাতা পুরসভার প্রাক্তন আধিকারিক নজরুল ইসলাম, পুলিশ অফিসার আফসার আলি, মুহাম্মদ কাদির, ডিএসপি দেবাশিস কুমার রক্ষিত, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মারুফা সুলতানা, ডিএসপি শাহরোজ রেজা, ডিএসপি আতিয়া রহমান, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ নবিরুল ইসলাম সহ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ পুলিশ কনস্টেবল ও প্রাথমিকের টেটে নিয়োগপ্রাপ্তরা। এ দিন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের বেনজির সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রধান শামীম সরকার। সফল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানেই থেমে থাকলে চলবে না। কীভাবে আরও উপরে ওঠা যায়, তার জন্য একাগ্রতার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct