আপনজন ডেস্ক: তালেবানের জন্মস্থান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের কর্তৃপক্ষ রবিবার তার কর্মকর্তাদের ‘জীবন্ত’ কোনো কিছুর ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দিয়েছে। বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে লেখা একটি চিঠিতে প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ তাদের নির্দেশ দিয়েছে, ‘আপনার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমাবেশে জীবিত কোনো কিছুর ছবি তোলা থেকে বিরত থাকুন। কারণ এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করে।’ তবে তারা বলেছে, কর্মকর্তাদের কার্যকলাপের লিখিত বা অডিও কন্টেন্টের অনুমোদন রয়েছে। কান্দাহারের গভর্নরের মুখপাত্র মাহমুদ আজম জানিয়েছেন, চিঠিটি খাঁটি এবং এটির নির্দেশাবলি শুধু প্রাদেশিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। তিনি এ-ও বলেন, ‘এটি সাধারণ জনগণ এবং স্বাধীন গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত নয়।’ ইসলামিক শিল্পে সাধারণত মানুষ ও প্রাণীর ছবি এড়ানো হয়। কিছু মুসলমানের কাছে জীবন্ত কিছুর যেকোনো চিত্রের প্রতি ঘৃণা দেখা দেয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পূর্ববর্তী তালেবান শাসনের অধীনে টেলিভিশন এবং জীবন্ত কোনো কিছুর ছবি নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছরেরও বেশি সময় আগে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকটি গণমাধ্যম মানুষ এবং পশুর ছবি ব্যবহার করা থেকে বিরত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct