এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: রাজ্যে রাবেতা পরিচালিত ৯৪২ টি মাদ্রাসার পরীক্ষা শুরু হলো সোমবার । চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত । ৫৯টি পরীক্ষা কেন্দ্রে একযোগে ১৯৮৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে । নির্দিষ্ট নিয়ম মেনে ছ’টি ক্লাসের পৃথক ভাবে একটি মৌখিক সহ ন’টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ ও রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম জানান, ‘একেবারে মাধ্যমিক বা হাই মাদ্রাসার ধাঁচে পরীক্ষার আয়োজন করা হয়েছে, নজরদারিতেও রয়েছে কড়া ব্যবস্থা যাতে কেউ টুকলি করতে না পারে। কিংবা প্রশ্ন ফাঁস না হয়। প্রতিদিন দুটি পর্বে সকাল ও সন্ধ্যায় পরীক্ষা চলবে।’ তিনি আরও বলেন, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা সুদৃঢ়করণের লক্ষ্যে, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং উত্তরণের পথ দেখাতে রাজ্য ব্যাপী আমরা এই পরীক্ষা ব্যবস্থা চালু করেছিলাম । মূলত এর সূত্র দেওবন্দের দারুল উলুম থেকে, ২০০৩ সাল থেকে এ রাজ্যে পরীক্ষা নেওয়া শুরু হয় । বোর্ডের তত্ত্বাবধানে থাকা সমস্ত মাদ্রাসায় পাঠারত ছাত্রদেরকে নিজস্ব সিলেবাস অনুযায়ী ইসলামিক শিক্ষা প্রদানের পাশাপাশি বাংলা ইংরেজি, অংক, বিজ্ঞান ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ক পাঠ দান করা হয় । কলকাতার বাঁকড়ার জামিয়া ইসলামিয়া মাদানিয়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে মুফতি আব্দুস সালাম ছাত্রদের আগামী জীবনের সাফল্য কামনা করে অভিভাবক ছাত্র-ছাত্রীসহ সহযোগী সকলকে ধন্যবাদ জানান উল্লেখ্য আরবি ফার্সি চর্চা তথা ইসলামি বুনিয়াদি শিক্ষার জন্য প্রধান অবলম্বন হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা দ্বীনি শিক্ষা কেন্দ্র কুরআনিয়া বা খারিজি মাদ্রাসাগুলি । এই সব মাদ্রাসাগুলিতে নিখাদ ইসলামি চর্চা হলেও এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান শিক্ষাও দেওয়া হচ্ছে । এই সব মাদ্রাসা কুরআনে প্রফিজ ও মাওলানা, মুফতি, কারী তৈরি করা হয় । হাফিজ কোর্স ছাড়াও সর্বোচ্চ রয়েছে দাওরা হাদিস পাঠক্রম পশ্চিমবঙ্গে এইসব মাদ্রাসাগুলির পরিচালনাকারী সবচেয়ে বৃহৎ সংগঠন হল পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া । উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ পরিচালিত অল ইন্ডিয়া রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া । আরাবিয়া-র অনুমোদিত সংস্থা হল পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া এর প্রধান কর্ণধার তথা প্রেসিডেন্ট রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি । সেই রাবেতার মাদ্রাসার পরীক্ষা শুরু হল সোমবার ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct