রাকিবুল ইসলাম, রানিতলা, আপনজন: হাত বদলের আগেই অস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানিতলা থানার দেবাইপুর আয়রন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার টিম, ওই এলাকায় অভিযান চালানোর সময় দুই যুবক একটি মোটরবাইকে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিশের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন সদ উত্তর না দিতে পারায় তাদের কাছে তল্লাশি চালালে উদ্ধার হয় তিনটি সেভেন এমএম পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৫০০ টাকার ২০টি জাল নোট, তারপরেই ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে থাকা মোটর বাইক ও মোবাইল ফোন সিজ করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় রবিবার দুপুরে হাত বদল করার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল গোপনে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত দুই যুবকের নাম সুজন শেখ, উজ্জ্বল মণ্ডল, তাদের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে জানা যায়। সোমবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রানিতলার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct