আপনজন ডেস্ক: জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দুর্দশা চলছেই। এবার লিগে নিচের দিকে থাকা দল বোখুমের কাছে ৩-২ গোলে হেরেছে টমাস টুখেলের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বায়ার্নের টানা তৃতীয় হার। এই হারে বুন্দেসলিগার শিরোপা-দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে এখন তাদের ব্যবধান দাঁড়িয়েছে ৮ পয়েন্টে। পয়েন্ট তালিকায় বায়ার্নের আরও নিচে নেমে যাওয়ার ম্যাচে ব্যক্তিগত পর্যায়ে ওপরে উঠেছেন হ্যারি কেইন। বুন্দেসলিগায় নিজের ২২তম ম্যাচ খেলতে নেমে ২৫তম গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। জার্মান ফুটবলের শীর্ষ স্তরের ইতিহাসে এটিই দ্রুততম সময়ে ২৫ গোলের ঘটনা। এর আগে ২৫ ম্যাচে ২৫ গোল করেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে খেলা আর্লিং হলান্ড, যিনি এখন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিতে খেলেন। লিগে লেভারকুসেন ও চ্যাম্পিয়নস লিগে লাৎসিওর কাছে হারের পর কাল বোখুমের বিপক্ষে জয়ের প্রত্যাশায় ছিলেন বায়ার্ন-সমর্থকেরা। ২১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বোখুম ছিল ১৮ দলের মধ্যে ১৫ নম্বরে। কিন্তু ধুঁকতে থাকা বায়ার্ন নড়বড়ে সেই দলকেও হারাতে পারেনি। ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে বায়ার্ন এগিয়ে গেলেও বোখুম ৩৮, ৪৪ ও ৭৮ মিনিটে টানা ৩ গোল করে ব্যবধান বাড়ায়। পরে ম্যাচের ৮৭ মিনিটে কেইন গোল করে ব্যবধান কমান। এর মধ্যে ৭৬ মিনিটে দায়ত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct