মুহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনার আল নূর আবাসিক মিশনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার। এ দিন বিস্কুট খেলা, লেবু খেলা, হাড়িভাঙ্গা, বস্তা দৌড়, মোরগ লড়াই সহ বিভিন্ন আকর্ষণীয় খেলার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে দোমোহনা আল নূর আবাসিক মিশনের সম্পাদক নুর ইসলাম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তাই পড়াশুনার সাথে খেলাধুলা রাখা দরকার। আমাদের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে রয়েছে, আর প্রতি বছরের ন্যয় এ বছরও খেলার আয়োজন করেছে ছাত্রদের কথা মাথায় রেখে। মিশনের সভাপতি আবদুল বারি এ প্রসঙ্গে বলেন, স্মার্ট ফোনের আগমন ছাত্রছাত্রীদের খেলাধুলা বিমুখ করেছে। তার জন্যই শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে এগিয়ে এসে খেলাধুলা কে পড়াশুনার পাশাপাশি বাধ্যতামূলক করতে হবে। কেবল পড়াশুনা ছাত্রছাত্রীর মানসিক বিকাশ ঘটায় না, খেলাধুলা ছাত্রছাত্রীর মানসিক গঠনকে পরিপূর্ণতা দান করে এবং শরীর চৰ্চরও মাধ্যম বটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct