সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের ডোমকল মহকুমার রাণীনগর ও ডোম কলে বোম উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রানীনগরের ডেপুটিপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। পাঁচটি সকেট বোমা ও একটি শিশি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অন্যদিকে ডোমকলের গড়াইমারি শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি বাগানে ড্রাম ভর্তি বোম উদ্ধার হয়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ক্রমাগত আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার হয়েই চলেছে। ভোটের আগে এত পরিমাণে বোমা কারা মজুত রাখছে বা কি উদ্দেশ্য বোমা মজুত করছে। তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধারে আতঙ্কে গ্রামবাসী । পুলিশ বম্ব ডিসপোজাল বাহিনীদের খবর দিয়েছেন বলে খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct