আপনজন ডেস্ক: সর্বশেষ টেস্টেই যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা উঠেছিল। শেষ পর্যন্ত সে ম্যাচ খেললেও ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ভারতীয় পেসারকে বিশ্রাম দেওয়ার সংবাদ এল আবার। রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টেস্টে বুমরা থাকবেন না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। হায়দরাবাদে হারের পর বিশাখাপট্টনম ও রাজকোটে জিতে ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। সর্বশেষ রাজকোটে ইংল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারিয়েছে তারা। বিশাখাপট্টনমে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বুমরা এখন পর্যন্ত এ সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৩.৬৪ গড়ে তিনি নিয়েছেন ১৭টি উইকেট। তবে লম্বা চোট কাটিয়ে ফেরা বুমরার বাড়তি পরিশ্রমের কথা ভেবে তাঁকে বিশ্রাম দিতে চায় ভারতীয় দল। ৩টি ম্যাচে সব মিলিয়ে ৮০.৫ ওভার বোলিং করেছেন তিনি। তিন সংস্করণেই ভারতের প্রধান পেসার এখন বুমরাই। বুমরাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। তবে ক্রিকবাজ বলছে, একমাত্র বুমরাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারেই আলোচনা হয়েছে। রাজকোটে ম্যাচের মাঝপথে মায়ের অসুস্থতার কারণে চেন্নাই উড়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, চতুর্থ দিন ফিরে এসে বোলিংও করেন। ভারতীয় দলের রাজকোট ছেড়ে যাওয়ার কথা আছে অাজ। তবে দলের সঙ্গে বুমরা যাবেন না বলে জানিয়েছে ক্রিকবাজ। বরং রাজকোট থেকে সড়কপথে আহমেদাবাদে নিজ শহরে যেতে পারেন ৩০ বছর বয়সী ফাস্ট বোলার। ধর্মশালায় সিরিজের পঞ্চম টেস্টে তিনি দলে ফিরবেন কি না, সেটিও নির্ভর করতে পারে চতুর্থ ম্যাচের ফলের ওপর। রাঁচিতে জিতলে সিরিজ নিশ্চিত করবে ভারত। সে ক্ষেত্রে বুমরা শেষ টেস্টেও না-ও খেলতে পারেন। এর আগে বিশাখাপট্টনমে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মদ সিরাজকে। রাঁচিতে বুমরার জায়গায় কাউকে দলে ডাকার তেমন কোনো সম্ভাবনা নেই। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে দল থেকে ছুটি দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে, রাঁচিতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। চোটের কারণে রাজকোটে খেলতে পারেননি লোকেশ রাহুল। সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। ব্যক্তিগত কারণে খেলছেন না সাবেক অধিনায়ক বিরাট কোহলিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct