সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সোমবার খয়রাসোল ব্লক অফিসে বসে অবস্থান বিক্ষোভ প্রদর্শন এবং সেই সাথে পেন ডাউন রেখে কর্মবিরতি পালন করেন খয়রাসোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের কর্মীগণ।উল্লেখ্য গত ১৫ই ফেব্রুয়ারি খয়রাশোল ব্লকের হযরতপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দেবাশীষ মিশ্র ও সহায়ক ধনঞ্জয় সরকার রসা গ্রামে ১০০ দিনের কাজের বিষয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে গেলে তাদের ওপর চড়াও হয় স্থানীয় কিছু দুষ্কৃতী বলে পঞ্চায়েত কর্মীদের অভিযোগ। তাদের উপর লাঠি, বাঁশ, কিল-ঘুষি মেরে আক্রমণ করা হয়েছিল।যারপরনাই কাঁকরতলা থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের হয়। কিন্তু অদ্যাবধি অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতাই ভুগছেন খয়রাশোল ব্লকের ১০টা গ্রাম পঞ্চায়েতের সরকারী কর্মীরা। আজ সোমবার পঞ্চায়েত কর্মীরা পেনডাউন রেখে কর্ম বিরতি পালন করেন। পাশাপাশি এদিন দুপুরে খয়রাশল বিডিও অফিসের ভেতর অবস্থান বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন পঞ্চায়েত কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি যে, গ্রাম পঞ্চায়েত কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন সমগ্র ব্লক জুড়ে। এজন্য কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।পঞ্চায়েত কর্মীদের পক্ষে সম্রাট মন্ডল, দেবাশীষ মন্ডলরা এক সাক্ষাৎকারে বলেন, পঞ্চায়েত কর্মীদের নিরাপত্তা এবং পঞ্চায়েত কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদ জানাতে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ প্রদর্শন এবং বিডিও কে স্মারকলিপি প্রদান করা হয়। ৪৮ ঘন্টার মধ্যে দুস্কৃতকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। অন্যদিকে খয়রাসোল বিডিও সৌমেন্দু গাঙ্গুলী বলেন, প্রশাসন ও পুলিশ পঞ্চায়েত কর্মীদের পাশে রয়েছে। দুস্কৃতকারীদের ব্যাপারে আইন মোতাবেক সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct