নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: পরীক্ষাকেন্দ্রে পিচবোর্ড ও জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল। ঘটনাটি ঘটেছে সোমবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে।পরে যদিও পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টার পড়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে।অভিভাবকদের অভিযোগ,পরীক্ষার প্রথম দিন শুধু জল নিয়ে যাওয়া বারণ করেছিল। দ্বিতীয় দিন হঠাৎ করেই জলের বোতলের পাশাপাশি পিচবোর্ড নিয়ে যেতে বাঁধা দেন শিক্ষকরা। এতে চরম সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা।স্কুলের ইনভিজিলেটর রবিউল ইসলাম জানান, বোর্ডের নিয়মানুযায়ী জলের বোতল, পিচবোর্ড, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ সহ নানান জিনিস নিয়ে পরীক্ষার হোলে প্রবেশ বারণ রয়েছে।প্রথম দিনই শুধু পিচবোর্ডের অনুমতি দেওয়া হয়েছিল।তবে স্বচ্ছ প্লাস্টিকের বোর্ড নিয়ে ছাত্র- ছাত্রীদের পরীক্ষা দিতে কোনো বাধা নেই।স্কুলে জারে জল রাখা থাকে। এতে ছাত্র ছাত্রীদের কোনো সমস্যা হওয়ার কথা নেই। স্কুলের বাইরে বোর্ডের নিয়মাবলী টাঙানো রয়েছে। অহেতুক গন্ডগোল পাকিয়েছে অভিভাবকরা।মহম্মদ মাসুম নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন,প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে জল দিয়ে যেতে অনুমতি না দেওয়ায় স্কুলের জারে রাখা জল পান করে তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্কুল শিক্ষকদের মৌখিকভাবে অভিযোগ জানালেও হয়নি কোনো সমাধান।মালদা জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন সমিতির জয়েন্ট কনভেনার জয়েনেন্দ্রনাথ পাঠক জানান,বোর্ডের নিয়মানুযায়ী পিচবোর্ড ও জলের বোতল পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে বারণ করেছিলেন শিক্ষকরা।তবে স্কুলে রাখা জারের জল পান করে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েছিল এক পরীক্ষার্থী এমন অভিযোগ সে পাইনি।তবে বিষয়টি দেখার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct