আপনজন ডেস্ক: চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে শেষ প্রস্তাব হিসেবে উত্তরপ্রদেশে ১৭টি লোকসভা আসনের প্রস্তাব দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অখিলেশ যাদব জানিয়েছেন, আসন ভাগাভাগি চূড়ান্ত হলেই তিনি মঙ্গলবার উত্তরপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন। “আলোচনা চলছে। এদিক-ওদিক থেকে তালিকা এসেছে। আসন বণ্টন হলেই কংগ্রেসের ন্যায় যাত্রায় যোগ দেবে সমাজবাদী পার্টি।সূত্রের খবর, মোরাদাবাদ ও বালিয়ার মতো আসন চায় কংগ্রেস, যা নিয়ে এখনও আলোচনা চলছে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোরাদাবাদ আসনে জয়ী হয় সমাজবাদী পার্টি। মোরাদাবাদে মেয়র নির্বাচনে কংগ্রেস দ্বিতীয় স্থানে থেকে কয়েক হাজার ভোটে হেরে যায়। কংগ্রেসও তাদের রাজ্য সভাপতি অজয় রাইয়ের জন্য বালিয়া আসনটি চায়। বালিয়াকে সমাজবাদী পার্টির অন্যতম শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। সূত্রের খবর, কংগ্রেস সমাজবাদী পার্টিকে ২৮টি আসনের তালিকা দিয়েছে। এর মধ্যে ১০টি আসনে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে।এদিকে, সোমবার সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনের জন্য আরও ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি মুজফফরনগর এবং গাজিপুরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসনেও প্রার্থী দিয়েছে। হরেন্দ্র মালিককে টিকিট দেওয়া হয়েছে মুজফফরনগর থেকে এবং গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির ভাই আফজল আনসারিকে টিকিট দেওয়া হয়েছে গাজিপুর থেকে। শাহজাহানপুর থেকে রাজেশ কাশ্যপকে প্রার্থী করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct