আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানতে চেয়েছেন যে আধার কার্ড “হঠাৎ বাতিল” হওয়ার পিছনে রাজ্যের মানুষের মধ্যে “শোরগোল” সৃষ্টি হয়েছে।তিনি জোর দিয়ে লেখেন, এই জাতীয় “নিষ্ক্রিয়করণ” অনুশীলন বিধিবিধানের বিরুদ্ধে এবং প্রকৃত ন্যায়বিচারের চূড়ান্ত লঙ্ঘন। মোদিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পশ্চিমবঙ্গের তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে নির্বিচারে আধার কার্ড নিষ্ক্রিয় করার গুরুতর প্রকৃতির হঠাৎ বিকাশের বিষয়টি আমি আপনার নজরে আনতে চাই। তিনি বলেন, ‘কারণ দর্শানো ছাড়াই হঠাৎ করে আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে চাই। সুবিধাভোগীদের সুবিধা থেকে বঞ্চিত করা নাকি লোকসভা নির্বাচনের আগে মানুষের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি করা? মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে নয়াদিল্লিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোনও ক্ষেত্রের তদন্ত ছাড়াই বা রাজ্যকে না জানিয়ে সরাসরি ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিষ্ক্রিয় করার চিঠি জারি করছে।চিঠিতে মমতা লিখেছেন, “বর্তমান উন্নয়ন রাজ্যের বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা ও শোরগোল সৃষ্টি করেছে, কারণ বিপুল সংখ্যক মানুষ তাদের অভিযোগের প্রতিকারের জন্য জেলা প্রশাসনের কাছে যাচ্ছেন।গত বৃহস্পতিবার আধার কার্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের চা বাগান এলাকার শ্রমিকদের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে, এমন খবর পেয়েছি। আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছিমুখ্যমন্ত্রী তখন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে সাধারণ মানুষ। নির্বাচনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। কদিন আগেই উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের হাতে পাট্টা তুলে দেয় রাজ্য। সামনে লোকসভা ভোট। ভোটে বড় ভূমিকা নিতে পারেন চা বাগানের শ্রমিকেরা। সেকারণেই বেছে বেছে চা শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct