নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: সুতির অরঙ্গাবাদ একান্ত আপন লজে অনুষ্টিত হল স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার উন্মোচন। সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দিল বাদশা, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ সভাধিপতি নিজামউদ্দিন আহমেদ, সহিত্যিক এস এম নিজামউদ্দিন, সহিত্যিক আনওয়ার হোসেন সিদ্দিকী, মোহাঃ হাসানুজ্জামান, স্বপন কুমার, আসিকুল আলম বিশ্বাস, ইমদাদুল ইসলাম, মোঃ মুরসালীন হক, রাফিকুজ্জামান খান, মোহাঃ আলিউল হক, গোলাম কাদের, মাহতাব হোসেন, মেহেজাবিন আফরোজা, উমার সিদ্দিক রিন্টু, সায়েদা মুসফেকা ইসলাম, মাহমুদ হোসেন, হুমায়ূন কবীর, উমার ফারুক, উমার সিদ্দিক রিনটু, খালিদা খাতুন, সব্যসাচী দাস, পারভীন খাতুন, সামসুদ্দিন বিশ্বাস, বিশ্বজিৎ সাঠিয়ার, ইমতিয়াজ, অসিত প্রামাণিক, গৌড় চন্দ্র পাল, জালালউদ্দিন রেজা, সাংবাদিক মইদুল ইসলাম, সাংবাদিক রাজু আনসারি, হাবিবুর রহমান, নাজমুস সাহাদাত প্রমুখ। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, সভাপতি আবদুস সালাম, সহ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। সঞ্চালনা করেন সব্যসাচী দাস। কবি কণ্ঠে কবিতা পাঠ, বক্তব্য ও সঙ্গীতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান। এদিন পত্রিকার কবি লেখকদের পাশাপাশি উপস্থিত কবি - লেখক ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct