সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১৬ই ফেব্রুয়ারি গোটা রাজ্যর জেলা, রাজ্য, টাউন,ব্লক সভাপতি, বিধায়ক, সাংসদদের নিয়ে ভার্চুয়াল মিটিং করেন। সেই মিটিং থেকে তাদেরকে নির্দেশ দেন যে ১৮ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্য দলীয় ভাবে অঞ্চলে অঞ্চলে সকল জব কার্ড গ্রাহকদের একটি দলীয় ফর্মে নাম নথিভুক্ত করতে হবে। রাজ্যের শ্রমিকরা একশো দিনের কাজ করে ছিলেন কিন্তু গত কয়েক বছর ধরে কেন্দ্রের সরকার সেই শ্রমিকদের পাওনা টাকা আটকিয়ে রেখেছে সেই পাওনা টাকা আদায়ের জন্য রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বার আন্দোলন করেছেন, রাজ্যর প্রতিটা ব্লক থেকে একশো দিনের কাজ করা শ্রমিকদের নিয়ে তৃণমূল নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতেও আন্দোলন করতে দেখা গিয়েছিল, গত ফেব্রুয়ারি মাসে রাজ্যর মুখ্যমন্ত্রী কলকাতায় ধর্নায় বসেছিলেন একশো দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের নিয়ে । সেই কাটা তার পরেও কেন্দ্র সরকার না দেওয়ায় রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চে থেকে ঘোষণা করেন যে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে রাজ্যর বঞ্চিত শ্রমিকদের পাওনা টাকা মেটাবেন সেই মত টাকা দেওয়ার কাজ শুরু করেছে ।
রাজ্যর সকল জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্ত করার জন্য তৃণমূলের সহায়তা শিবির করার নির্দেশ দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মত গোটা রাজ্যর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিটা অঞ্চলে একটি করে সহায়তা শিবির খোলেন রবিবার। এদিন ব্লক সভাপতি মাসুম আলী আহামেদ বলেন, রাজ্য থেকে দলীয় ফর্ম দেওয়া হয় এবং সেই ফর্মে নাম ,জবকার্ড নাম্বার সহ মোবাইল নাম্বার নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন সেই মত আমার পাঁচ অঞ্চলের প্রতিটা অঞ্চলে সকাল দশটা থেকে এলাকার জব কার্ড গ্রাহকরা উপস্থিতে হয়ে তাদের নাম নথিভুক্ত করছেন । এদিন জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলের শিবিরে নেতৃত্ব দেন গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী, অঞ্চল নেতা টনিক মোল্লা একই ভাবে জলঙ্গী শিবির দায়িত্বে থাকেন প্রধান সামিন আহামেদ ও অঞ্চল নেতা সুকুর মোল্লা, তপন মন্ডল, চোয়াপাড়া অঞ্চলের শিবের ছিলেন মাসাদুল মন্ডল, যুব সভাপতি মোশারফ হোসেন,মহিলা নেতৃত্বরা। সাদিখান দেয়ার অঞ্চলে ছিলেন প্রধান মহাবুল ইসলাম, অঞ্চল নেতা প্রলয় সিংহ ও ফিরোজ ইসলাম,ফরিদপুর অঞ্চলের শিবির পরিচালনা করেন অঞ্চলের একাধিক নেতৃত্ব। শিবির ঘুরে ঘুরে দেখেন বিধায়ক আব্দুর রাজ্জাক ও ব্লক সভাপতি মাসুম আলী আহামেদ, জিয়াবুল সেখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct