নিজস্ব প্রতিবেদক, দিঘা, আপনজন: রবিবার সকালে সৈকত নগরী দিঘায় ভেসে এল একটি মৃত ডলফিন। যাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ছবি তোলার জন্য। খবর পেয়ে দিঘা বনদপ্তরের কর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে আসে ।ময়নাতদন্তের পর বালিয়াড়িতে পুঁতে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানা যায়। দলছুট হয়ে মৎস্যজীবীদের জালে ডলফিনটির আঘাতের কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক অনুমান বন দফতরের। প্রায় ৪ ফুটের এই ডলফিনটি পূর্ণবয়স্ক নয়, বলে বনদপ্তর সূত্রে জানা যায়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে। পর্যটকরা সকলেই রবিবারের সকালে চোখের সামনে দেখে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে,পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ধন্দুমার কান্ড। জমি জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গোছাতিতে তুমুল উত্তেজনা। রাস্তা অবরোধ স্থানীয়দের। এই ঘটনায় হাজির বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct