আপনজন ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা রবিবার ইসরায়েলকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর জন্য অভিযুক্ত করেছেন। পাশাপাশি ইহুদিদের নির্মূল করার জন্য অ্যাডলফ হিটলারের অভিযানের সঙ্গে দেশটির কর্মকাণ্ডের তুলনা করেছেন। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭৮ বছর বয়সী এই প্রেসিডেন্টের মন্তব্যকে ‘লজ্জাজনক ও গুরুতর’ বলে অভিহিত করে বলেছেন, তাঁর সরকার প্রতিবাদে ব্রাজিলের রাষ্ট্রদূতকে ডেকেছে। আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে লুলা সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা ‘যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা’। প্রবীণ বামপন্থী আরো বলেন, ‘এটি সেনার বিরুদ্ধে সেনার যুদ্ধ নয়। এটি একটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে যুদ্ধ। ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে, তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তে ঘটেনি। আসলে যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এটি ঘটেছে।’লুলা গ্লোবাল সাউথের জন্য একজন বিশিষ্ট কণ্ঠস্বর, যাঁর দেশ বর্তমানে জি২০ গোষ্ঠীর আবর্তিত সভাপতিত্বে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct