এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার গুমা চৌমাথায় একটি ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে সর্বধর্ম সমন্বয়ে ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা ৷ গুমা মোজাদ্দেদীয়া সমাজকল্যাণ সমিতির উদ্যোগে সিদ্দিক হোসেনের তত্ত্বাবধানে রবিবার ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি প্রতিবন্ধী এবং দরিদ্র সহায়তা শিবিরের মাধ্যমে সেলাই মেশিন, ভ্যান, মশারী, কম্বল, হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ক্রাচ ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় । অন্যদিকে ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে সেবা কর্মসূচির আওতায় সংস্থার পক্ষ থেকে প্রায় ১ হাজার মশারি বিতরণ করা হয়, এলাকার দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল শীতবস্ত্র, শাড়ি ও অন্যান্য পোশাক সামগ্রী ৷ সভায় উপস্থিত হয়ে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বক্তব্য রাখার সময় এদিন সম্প্রীতির বার্তা দেন ৷ সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান এ দিন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সুর চড়ান, সম্প্রীতির পক্ষেই বক্তব্য রাখেন তিনি ৷ একই সুরে সুর মেলান হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ন সাহা, অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার ৷ এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান হাবড়া এসডিপিও অনিরুদ্ধ ভট্টাচার্য, আইসি অনুপম চক্রবর্তী ৷ উপস্থিত ছিলেন হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, পঞ্চায়েত প্রধান জেসমিন সাহাজি, শফিকুল ইসলাম প্রমুখ ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুফতি আলাউদ্দিন আহমেদ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct