আপনজন ডেস্ক: ৩১ শট নিয়ে মাত্র ১ গোল। চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির দাপট ও হতাশা দুটিই যেন এই পরিসংখ্যানে স্পষ্ট। ঘরের মাঠে একের পর এক আক্রমণে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি পেপ গার্দিওলার দল। চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। সিটির এ হতাশার দিনে সবচেয়ে বেশি হতাশ করেছেন দলের মূল স্কোরার আর্লিং হলান্ড, যিনি ৯টি শট নিয়েও কোনো গোলের দেখা পাননি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো নির্দিষ্ট ম্যাচে এত শট নিয়ে গোল না পাওয়ার ঘটনা আর ঘটেনি হলান্ডের। ম্যাচ শেষে চেলসির বিপক্ষে হলান্ডের গোলহীন থাকা নিয়ে কথা বলতে হয়েছে সিটি কোচ গার্দিওলাকেও। তিনি অবশ্য গোল না পাওয়ায় হলান্ডকে দোষ দিতে চান না। ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘৯টি শট নেওয়া ভালো ব্যাপার। পরের ম্যাচে সে গোল পাবে।’ গোলের ব্যাপারে হলান্ডকে পরামর্শ দেওয়া নিয়ে তিনি আরও বলেছেন, ‘আমি ১১ বছর ফুটবল খেলোয়াড় ছিলাম এবং গোল করেছি ১১টি। স্ট্রাইকারকে পরামর্শ দেওয়ার জন্য সঠিক মানুষ আমি নই।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct