সুব্রত রায়, কলকাতা, আপনজন: এই রাজ্যের সল্টলেকের আধার দপ্তরে কর্মীদের কাছে নির্দেশ এসছে যাদের আধার কার্ড ব্লক করে দেওয়া হবে তারা কোন তথ্য জানতে হলে জানানো যাবে না। এলাকাভিত্তিক আধার রিভিউ চলছে। বাংলা বিহার ঝাড়খণ্ডের আঁধার কার্ডের মূল অফিস রাঁচির জামালপুরে। যা কিছু জানতে হবে সেখানে গিয়ে জানতে হবে। গত দশ বছরে যারা আধার কার্ড আপডেট করেন নি, যারা নাম ঠিকানা এবং অন্যান্য তথ্য আপডেট করেন নি ,তাদের আধার কার্ড দফায় দফায় বাতিল হয়ে যাবে। শুধু তাই নয় যেসব আঁধারে আঙ্গুলের ছাপ এবং চোখের মনির ছবি যুক্ত থাকবে না সেগুলো বাতিল হবে। সূত্র আরো জানাছে একই ব্যক্তির নামে একাধিক আধার কার্ড ইস্যু থাকলে সেই আধার কার্ড বাতিল করে দেওয়া হবে। যার আঁধার কার্ড বাতিল হবে তার ঠিকানায় চিঠি চলে যাবে। সে জানতে চাইলে কোন তথ্য সল্টলেক অফিস থেকে দেওয়া হবে না। জানতে হলে যেতে হবে রাঁচিতে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বহু মানুষের আধার কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই আঁধার কার্ড বাতিল নিয়ে সরব হয়েছেন। রবিবার বীরভূমে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন আধার কার্ড বাতিল হয়ে গেল তার রাজ্যে সমস্ত রকম প্রক্রিয়া ও পরিষেবা চালু থাকবে। এদিকে আধার সংক্রান্ত কোনো চিঠি গেলে বা বাতিল হলে এখন গন্তব্যস্থল একটাই রাচি। টাকা খরচ করে ট্রেনে চেপে ছুটতে হবে সেখানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct