আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার বলেছেন, ওবিসি, দলিত এবং আদিবাসীরা জনসংখ্যার ৭৩ শতাংশ হলেও ভারতের শীর্ষ ২০০ কোম্পানির একটিও তাদের মালিকানাধীন নয়। ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, জাতিগত জনগণনা দেশের একটি এক্স-রে যা “সবকিছু প্রকাশ করবে”। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের কাছে লক্ষ্মী টকিজ মোড়ে স্বরাজ ভবন থেকে বেরিয়ে আসার সময় তিনি বলেন, জাতিভিত্তিক জনগণনা আপনাদের (যুবকদের) অস্ত্র এবং আপনাদের জনসংখ্যা কত তা খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, দেশের সম্পদে আপনার ভাগ কতটুকু তা খুঁজে বের করতে হবে। তাঁর কথায়, “দেশের ৭৩ শতাংশ জাতের কত সম্পত্তি রয়েছে? জাতিভিত্তিক জনগণনা দেশের এক্স-রে। এটা সব প্রকাশ করবে। রাহুল ভিড়ের মধ্য থেকে একজন ছাত্রকে তার গাড়ির কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, “আপনি কোন শ্রেণীর অন্তর্গত?” ছাত্রটি জবাব দিয়েছিল যে সে ওবিসি বিভাগের। এ প্রসঙ্গে রাহুল বলেন, দেশে ওবিসি শ্রেণি ৫০ শতাংশ, দলিত ১৫ শতাংশ এবং আদিবাসীরা ৮ শতাংশ। আপনাদের মতো তরুণদের এ দেশে কোনো ভবিষ্যৎ নেই। আপনাদের (ওবিসি, দলিত, আদিবাসী) জনসংখ্যা ৭৩ শতাংশ, কিন্তু ভারতের প্রথম ২০০ কোম্পানির একটিও ওবিসি বা দলিতের মালিকানাধীন নয়। আপনার ক্যাটাগরির মাত্র তিনজন দেশের ৯০ জন শীর্ষ আইএএস অফিসারের তালিকায় রয়েছেন। ‘মিডিয়ায় একজনও নেই’ রাহুল গান্ধি আরও অভিযোগ করেন, ২২ শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির অভিষেক অনুষ্ঠানে ওবিসি বা উপজাতি শ্রেণির একজনও ছিলেন না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct