আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু পড়ুয়াদের প্রিম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিযেছে। তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শনিবার বলেছেন, ওয়াকফ বোর্ডের মাধ্যমে মুসলিম ছাত্রীদের জন্য প্রি-ম্যাট্রিক (প্রথম থেকে অষ্টম শ্রেণি) বৃত্তি প্রকল্পের অধীনে রাজ্য সরকার আর্থিক সহায়তা দেবে। সংখ্যালঘুদের বিভিন্ন প্রকল্প ও দাবিদাওয়া নিয়ে সচিবালয়ে আয়োজিত বৈঠকে স্ট্যালিন বলেন, ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সংখ্যালঘু শিক্ষার্থীদের দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই প্রকল্পকে পুনরুজ্জীবিত করার জন্য অনুরোধ করেছি।স্ট্যালিন বলেন, এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় তামিলনাড়ুতে সংখ্যালঘুদের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কেন্দ্রীয় সরকার যে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল, তা ওয়াকফ বোর্ডের মাধ্যমে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া মুসলিম ছাত্রীদের জন্য রাজ্য সরকার দেবে। এর ফলে ১.২৬ লক্ষ মুসলিম ছাত্রী উপকৃত হবে। মুখ্যমন্ত্রী বলেন, সমবায় ব্যাঙ্কের মাধ্যমে তামিলনাড়ু সংখ্যালঘু বিত্ত নিগম কর্তৃক প্রদত্ত সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ বাড়িয়ে ৫ লক্ষ করা হবে এবং তামিল মাধ্যমের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সরকারি সাহায্যপ্রাপ্ত সংখ্যালঘু বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েদের ‘পুধুমনি পেন’ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে, যার অধীনে শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হয়।স্ট্যালিন বলেন, ধর্মীয় সংখ্যালঘু শংসাপত্রে কোনও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হবে না এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী স্বীকৃতি দেওয়া হবে। গ্রামীণ এলাকার সরকারি সাহায্যপ্রাপ্ত সংখ্যালঘু স্কুলগুলিতে অধ্যয়নরত প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য বিনামূল্যে প্রাতঃরাশের প্রকল্পটি শীঘ্রই জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।স্ট্যালিন আরও ঘোষণা করেন, ইসলামী আইনে বিবাহিত দ্বিতীয় স্ত্রী এবং তাদের পুত্র ও কন্যাদের আইনী উত্তরাধিকারী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।মুসলিম বন্দিদের দ্রুত মুক্তি প্রসঙ্গে স্ট্যালিন বলেন, সম্প্রতি ১০ জন মুসলিম বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকি ১১ জন বন্দিকে মুক্তি দেওয়ার ফাইল তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির কাছে ঝুলে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct