আপনজন ডেস্ক: ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) ঘোষণা করেছে ২১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের সমস্ত জেলা সদরে একটি ট্র্যাক্টর মার্চ অনুষ্ঠিত হবে।২৬ এবং ২৭শে ফেব্রুয়ারি দিল্লিগামী জাতীয় সড়কে কৃষকরা ট্র্যাক্টর দাঁড় করিয়ে প্রতিবাদ জানাবেন এবং ন্যূনতম সহায়ক মূল্য সহ তাঁদের দাবিদাওয়াগুলির সমর্থনে আন্দোলন করবেন।শনিবার, ১৭ ফেব্রুয়ারি মুজফফরনগরের সিসাউলিতে একটি মহাপঞ্চায়েতের সদর দফতরে বিকেইউ নেতা রাকেশ টিকাইত ২১ ফেব্রুয়ারি ট্র্যাক্টর মার্চে কৃষকদের পূর্ণ শক্তি প্রদর্শনের আহ্বান জানান।কৃষকদের এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে টিকাইত ক্ষমতাসীন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “এটা নাক ও ফসল রক্ষার লড়াই।টিকাইত কৃষকদের কাছে আবেদন জানালেন ২১ ফেব্রুয়ারি ট্র্যাক্টর যাত্রায় পূর্ণ শক্তি প্রদর্শন করতে এবং তারপর ২৬ ও ২৭ ফেব্রুয়ারি হরিদ্বার থেকে দিল্লি পর্যন্ত হাইওয়েতে ট্রাক্টর পার্ক করতে যানজটে বিরক্ত না করে।কৃষক নেতার অভিযোগ, কায়েমি স্বার্থান্বেষীরা ক্ষমতাসীন সরকারের মাধ্যমে রুটি দখলের ষড়যন্ত্র করছে। তিনি কৃষকদের সতর্ক করে দেন সরকার তাদের ঐক্য ভাঙার চেষ্টা করতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct