দূরন্ত শৈশব
গোলাপ মাহমুদ
মনে পড়ে ও-ই দূরন্ত শৈশব
পাড়াতলীর গাঁয়ে,
কুড়ানো সেই শাপলা শালুক
চড়ে ডিঙি নায়ে।
শৈশব কৈশোর সব কেটেছে
খেলাধুলা করে,
বাবা-মা আমার প্রথম শিক্ষক
হাতেখড়ি ঘরে।
কানামাছি ভোঁ আর গোল্লাছুট
খেলি সবে মাঠে,
উদাস দুপুর বেলা সাঁতার খেলা
খলাপাড়ের ঘাটে।
পাড়ার ছেলেরা স্কুলে যেতাম
একইসাথে করে,
হৈ-হুল্লোড় করে বাড়ি যেতাম
স্কুল ছুটির পরে।
বাড়ি এসেই করতাম চিল্লাচিল্লি
বিছানা এলোমেলো,
মায়ের বকাঝকা দৌড়ানি দিতো
তা-ও ছিলো ভালো।
আড়া জঙ্গলে ঘুরে বেড়াইতাম
ছিলো না যে মানা,
গাছে গাছে চড়ে বেড়াইতাম
খুঁজে পাখির ছানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct