ভাত চাই
জুলফিকার আলি মিদ্দে
ওরা এখন ধর্ম আফিমের নেশায় বুঁদ;
ঘোর কেটে গেলে পথ চিনতে
আর অসুবিধা হয়না কোনো মাদকাসক্তের।
ফিরে আসে পাখি আপন নীড়ে দিনান্তে।
গানের নেশা কেটে গেলে
বাউলও ফেরে একতারা হাতে।
একদিন সবাই ফিরে আসবে
ভিড় জমাবে ঐ রাজপথে,
আর একজোট হয়ে এক সুরে বলে উঠবে-
“আর খেলা নয় ঐ আদিমতম ধর্মতলায়,
এবার মোদের ভাত চাই”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct