ছড়ার রাজা
আসগার আলি মণ্ডল
হাওড়া জেলার দাশনগরের
শানপুরেতে বাড়ি
বাংলা জুড়ে সব জেলাতেই
তার,ছড়ার ছড়াছড়ি।
বৃদ্ধ-জোয়ান,তরুণ-কিশোর
সবার-ই মন কাড়ে
যাদুভরা মজার ছড়া
খুশি হয়েই পড়ে।
হাজার দশেক ছড়া আছে
বই-এর পৃষ্ঠা জুড়ে
তাইতো তিনিই ছড়ার রাজা
ভারত ভুমি জুড়ে।
হরেক রকম ডাইনোসরের
ছড়া মজাদার
এক নিমেষেই দিলেন লিখে
ভবানীপ্রসাদ মজুমদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct