অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুরের হিলিতে বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয় শনিবার। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতির সভাকক্ষে। এদিন এলাকার প্রায় ২১৬ জন দু:স্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস তাঁর গর্ভধারিনী মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই বুক ব্যাংক প্রতিষ্ঠা করেন। এদিনের এই পুস্তক বিতরণ অনুষ্ঠানে নারী ও শিশু পাচার প্রতিরোধের উপর আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে বক্তব্য রাখেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক বিপ্লব সেন, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, হিলি থানার ভারপ্রাপ্ত অধিকারী পার্থ কুমার সিং সহ আরো অনেকে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন মন্দিরা রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নবকুমার দাস, বিশিষ্ট শিক্ষক হরিপদ সাহা, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সদস্য সুরজ দাস, নওপাড়া তিওড় সমাজ কল্যাণ সমিতির সম্পাদক অজিত সরকার, কিরণ মহন্ত, জিতেশ দেবনাথ, কো-অর্ডিনেটর স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি দক্ষিণ দিনাজপুর, গৌড় দাস, রতন রায় সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct