আপনজন ডেস্ক: এমনিতেই দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। তার মধ্যে এবার ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল তারা। শোনা যাচ্ছে, ইরানের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে নাকি হামলা চালিয়েছে ইসরায়েল। এই খবর এমন এক সময়ে এল, যখন ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইরানে হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংকট অঞ্চলটিতে আরও উত্তেজনা ছড়িয়ে দিতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। জানা গিয়েছে, এই দুটি পাইপলাইনের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চল থেকে তেহরানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে গ্যাস সরবরাহ করা হয়। এই দুটি হামলার ফলে ইরানের গ্যাস সরবরাহের অন্তত ১৫ শতাংশ বন্ধ হয়ে গেছে। এ দুই হামলার ফলে ইরানের ফারস, চাহার ও মহল বখতিয়ারি প্রদেশে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। বলা হয়েছে, এর ফলে কয়েক লাখ মানুষের রান্না ও বাড়িঘর উত্তপ্ত করা একপ্রকার থেমে গেছে। একই সঙ্গে এই প্রদেশগুলোতে শিল্প উৎপাদনেও স্থবিরতা এসেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল এর আগেও ইরানের বিভিন্ন পারমাণবিক সেন্টারের ওপর হামলা চালিয়েছে। এমনকি ইরান ও ইরানের বাইরে দেশটির বিজ্ঞানী ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করেও একাধিক গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছে তেল আবিব। অনেকে মনে করছেন, এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে যে ছায়াযুদ্ধকে আরও উসকে দেবে। বিগত কয়েক দশক ধরেই ইরান ও ইসরায়েল বিভিন্ন ফ্রন্ট বিশেষ করে, সাইবার দুনিয়া, অন্য দেশে প্রক্সি যুদ্ধ, আকাশ, সাগর এমনকি স্থলভাগেও লড়াই চালিয়ে আসছে। এই হামলার বিষয়ে ইরানের তেলমন্ত্রী জানিয়েছেন, এই হামলা পরিকল্পিত এবং ইরানের বিভিন্ন প্রদেশে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানোর জন্যই এই হামলা চালানো হয়েছে। এর জবাব তারা শীঘ্রই দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct