নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এর উদ্যোগে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন। সন্দেশখালীর কান্ড নিয়ে এই বিশেষ ডেপুটেশনের আয়োজন করা হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর নেতৃবৃন্দ। শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বসিরহাট টাউন হল থেকে পদ মিছিল শুরু হয়, তারপর এসপি অফিসের সামনে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। সেখানেই তারা অবস্থান-বিক্ষোভে বসেন। এদিন বহু করবি সমর্থকদের নিয়ে এই কর্মসূচির ডাক দেয় তারা। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার সেকুলার ফ্রন্টের জেলা সভাপতি তাপস ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক কুতুবউদ্দিন ফাতিহি ও মুসা কারিমুল্লা সহ একাধিক নেতৃত্ব। জেলা সভাপতি তাপস ব্যানার্জি বলেন, বাংলায় নারীদের ইজ্জত লুন্ঠিত হচ্ছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, নারীদেরকে সম্মান ফেরানোর দাবিতে এবং অশান্ত সন্দেশখালিকে শান্ত করার দাবিতে আমাদের এই গন ডেপুটেশন। অবিলম্বে সন্দেশখালিতে শান্তি ফেরাতে হবে। নারীদেরকে নিরাপত্তা দিতে হবে। প্রশাসনকে আরো যত্ন সহকারে এই ইস্যু মোকাবেলা করতে হবে। জেলা সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহি বলেন, পুলিশকে আক্রমণ করে আমরা আন্দোলন করবো এতে আমরা বিরোধী, আমাদের আজ শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল। এসপি অফিসে পাঁচজনের একটি প্রতিনিধি দল আমরা গেছিলাম। এসপি ছিলেন না। আমরা এসপিকে জানিয়েছি, অবিলম্বে সন্দেশখালীর মত ঘটনা কড়া হাতে দমন করতে হবে। যারা দোষী শাহাজান শেখ, শিবু হাজরার মতো সন্ত্রাসী মানুষদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct