সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কেশপুরে ৩য় ব্লক স্তরীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন কেশপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি সদনে কেশপুর ব্লকের আনন্দপুর, কেশপুর ও কেশপুর -১ চক্রের শিক্ষক ও শিক্ষিকাদের মহাসম্মেলনে শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন.।তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সম্মেলন মঞ্চ থেকে শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের যেভাবে সহযোগিতা করছে শিক্ষকদেরও মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে আগামী লোকসভা নির্বাচনের আগে।মঞ্চের সভাপতিত্ব করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি আশীষ হুদাইত ,কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, কেশপুর ব্লক তৃণমূল যুব সভাপতি আসিফ ইকবাল, শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি প্রমুখ। এদিন মহাসম্মেলন থেকে কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা চক্রের চক্র সভাপতি ও চক্র কমিটির নাম ঘোষণা করেন ।আনন্দপুর চক্রের বুদ্ধদেব দাস , কেশপুর চক্রের প্রসেনজিৎ দন্ডপাঠ ও কেশপুর ১ চক্রের কৌশিক মন্ডলকে সভাপতির নাম হিসাবে ঘোষণা করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct