আনিসুর রহমান, বহরমপুর, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল স্তরের পরীক্ষা সমাপ্ত হওয়ার পর বিকাল ৩:৩০ মিনিটে ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’ -এর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে বহরমপুরের রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠকদের পক্ষে জানানো হয়, সংগঠনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদের নির্দেশে লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের জনকল্যাণমূলক কাজের প্রচারে নামার উদ্দেশ্যে এদিনের এই সভার আয়োজন। এছাড়া, যেসব বিষয়গুলি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠকরা জানান, মাদ্রাসার স্বার্থে বেশ কিছু বিষয় মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা করা হয়েছে। সেগুলি হল, ১. মাদ্রাসা সার্ভিস কমিশনের স্বচ্ছতা বজায় রাখা ২. মাদ্রাসা শিক্ষকদের দ্রুত বদলি ৩. স্বচ্ছভাবে নতুন শিক্ষক নিয়োগ ৪. গ্রুপ ডি কর্মী নিয়োগ ৫. এম এস কে ও আন-এডেড মাদ্রাসাগুলির সমস্যা সমাধান, ৭. মাদ্রাসাগুলির আই সি টি শিক্ষকদের বেতন সমস্যা ৮. আন-এডেড মাদ্রাসাগুলির পরিকাঠামো বৃদ্ধি, মিড ডে মিল -এর ব্যবস্থা ইত্যাদি। বিভিন্ন বিষয়ে সংগঠন নীরবে যে কাজ করে চলেছে সেগুলি দ্রুত কার্যকরী সমাধানের জন্য জেলা থেকে রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করার অনুরোধ জানানো হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান ও মাদ্রাসা বোর্ড সদস্য মহ: আনসার আলি, সভাপতি মনিরুদ্দিন খান, রাফিনা ইয়াসমিন, দেবতোষ বিশ্বাস, জেলার অপর বোর্ড মেম্বার আমিনুল ইসলাম, আলবিরুনী মামুন, মুস্তাফিজুর রহমান, জামিরুল ইসলাম, মুজিবর রহমান, মোবিন হোসেন, ইসমতারা বেগম, ইয়াদুল হক চৌধুরী, হান্নান আলি, শরিফুল ইসলাম, ফুলসাদ সেখ এবং আরও শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct