আপনজন ডেস্ক: রাজকোট টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ইংল্যান্ডের। প্রথম ইনিংসে ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭ রান তুলে দিন শেষ করেছিল ইংল্যান্ড। ক্রিজে ডাকেট অপরাজিত ছিলেন ১৩৩ রান নিয়ে, ছিলেন রুটও। এমন একটা দিন কাটানো ইংল্যান্ড প্রথম ইনিংসে কত রানের লিড নিতে পারে, প্রশ্ন ছিল সেটি নিয়েই। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক তো ৮০০ রানের ভবিষ্যদ্বাণীও করেছিলেন। তবে এক দিন কাটতেই দৃশ্যপট পাল্টে গেছে। রাজকোটে আজ দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভারতীয় বোলাররা। পাল্টে গেছে কুকের কথার সুরও। সাবেক এই ওপেনার বলছেন, এমন ব্যাটিং ধস হলে টেস্ট জেতা সম্ভব নয়। মায়ের অসুস্থতার কারণে বাড়ি চলে যাওয়া মূল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই খেলা ভারতীয়রা আজ মাত্র ১১২ রানের মধ্যেই অলআউট করে দেয় ইংল্যান্ডকে। তাতে প্রথম ইনিংসে ১২৬ রানের লিড পেয়ে যায় ভারত। দিন শেষে যা বেড়ে হয়েছে ৩২২ রান। কুক ইংল্যান্ডের ব্যাটিং ধস নিয়ে বলেছেন, ‘ইংল্যান্ড ৮০০ রান করতে পারে, গতকাল যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, সেটা হয়নি। আমার ধারণা থেকে মাত্র ৪৮১ রান কম হয়েছে। ইংল্যান্ড কি সুযোগ হারাল? ব্যাট হাতে ইংল্যান্ড বাজে খেলেছে, তারা শেষ ১১৬ (১১২) রান করতে ৮ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে এমন ব্যাটিং ধস হলে আপনি ম্যাচ জিততে পারেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct