সুরজীৎ আদক, হাওড়া, আপনজন: শনিবার উলুবেড়িয়া-১নং ব্লকের চণ্ডীপুর অঞ্চলের বেশ কিছু জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে জব কার্ড,ব্যাঙ্কের স্টেটসম্যান সহ অন্যান্য নথিপত্র খতিয়ে দেখলেন বিডিও রিয়াজুল হক। বাজেট ঘোষণা অনুযায়ী, একশো দিনের কাজের যে ২১ লক্ষ শ্রমিক মজুরি পাননি, তাঁদের টাকা ২১ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ মেটাবে রাজ্য সরকার। কারণ, উপভোক্তাদের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ লক্ষ ৫০ হাজার। তা ছাড়া ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগছে।উলুবেড়িয়া-১নং ব্লক প্রশাসন সূত্রের খবর,ওই ব্লকের ৯টি অঞ্চলের মোট উপভোক্তার সংখ্যাটা ১০ হাজার ৩০৬ জন। যাঁদের মোট মজুরির অর্থ ৬ কোটি ৩০ লক্ষ ৭ হাজার ৯৬৫ টাকা ।তাই সরকারী পরিষেবা প্রদানের আগে কোন রকম খামতি,ত্রুটি বা গাফিলতি রয়েছে কিনা,সে ব্যাপারে খোঁজখবর নিতেই উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করলেন উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক।বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের আধিকারিক পারমিতা দাস, তন্ময় সরকার, সুপ্রসন্ন সাঁই প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct