আপনজন ডেস্ক: ফিট থাকা সব ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বোর্ডের নির্দেশ উপেক্ষা করে রাজ্য দল ঝাড়খন্ডের ম্যাচে অনুপস্থিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ঈশান কিষান। চুক্তিবদ্ধ আরেক ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং জাতীয় দলের পেসার দীপক চাহারও কাল থেকে শুরু হওয়া গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে খেলছেন না। রাজ্য দল চাওয়ার পরও যথাযথ কারণ ছাড়া কেউ রঞ্জিতে না খেললে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এ ক্ষেত্রে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়াও হতে পারে বলে জানিয়েছিল একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। তবে এবার আর কোনো ইঙ্গিত নয়, ক্রিকেটারদের চিঠি দিয়ে হুঁশিয়ার করলেন জয় শাহ। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীন থাকা (রোহিত শর্মা, বিরাট কোহলিসহ) এবং ‘এ’ দলের ক্রিকেটারদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঘরোয়া ক্রিকেট এখনো ভারতীয় দলে জায়গা করে নেওয়ার গুরুত্বপূর্ণ মাপকাঠি। কেউ লাল বলের ক্রিকেটকে এড়িয়ে গেলে সেটা তাঁর ওপর গুরুতর প্রভাব ফেলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct