আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, দেশকে ঐক্যবদ্ধ করাই প্রকৃত দেশপ্রেম।রাহুল গান্ধী ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র উত্তরপ্রদেশ পর্বের দ্বিতীয় দিনে বারানসীতে একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। দলের উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি অজয় রাই এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল একটি খোলা জিপের উপরে দাঁড়িয়ে মন্দির শহরের ব্যস্ত গুদাউলিয়া এলাকা ঘুরে দেখেন। রাহুল কাশী বিশ্বনাথ মন্দিরেও যান। গুদাউলিয়া মোড়ে জনতার উদ্দেশে ভাষণে রাহুল বলেন, ভারত ভালবাসার দেশ, ঘৃণার নয়।তিনি বলেন, দুই ভাইয়ের দ্বন্দ্বে দেশ দুর্বল হয়ে পড়বে। সত্যিকারের দেশপ্রেম দেশকে ঐক্যবদ্ধ করা। আমি গঙ্গাজির সামনে মাথা নত করে এসেছি। প্রত্যেকের মনে হওয়া উচিত যে তারা এই যাত্রায় তাদের ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন।তিনি বলেন, দেশে ‘দুই ভারত’ রয়েছে, একটি ধনীদের জন্য, অন্যটি গরিবদের জন্য। সংবাদমাধ্যমের বিরুদ্ধেও কটাক্ষ করে তিনি বলেন, এতে দেশের কৃষক ও শ্রমিকদের সমস্যা তুলে ধরা হয় না। তিনি বলেন, এই মিডিয়া মোদিজিকে ২৪ ঘণ্টা দেখাবে, ঐশ্বর্য রাইকে দেখাবে, কিন্তু আসল ইস্যু দেখাবে না।সোনিয়া তনয় ভিড়ের মধ্য থেকে রাহুল নামে একটি ছেলেকে ডেকে তার শিক্ষা ও বেকারত্বের জন্য ব্যয় করা অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এ নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল বলেন, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি দেশের প্রধান দুটি সমস্যা।এদিন আপনা দল (কামেরাওয়াড়ি) নেতা পল্লবী প্যাটেল এবং সিরাথুর সমাজবাদী পার্টির (এসপি) বিধায়কও বারাণসীতে যাত্রায় যোগ দিয়েছিলেন। শুক্রবার বিহার থেকে চান্দুয়ালি এলাকায় ন্যায় যাত্রা রাজ্যে প্রবেশ করে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব জানিয়েছেন, তিনি রায়বরেলিতে যাত্রায় যোগ দেবেন।রাজস্থানে ঢোকার আগে এই যাত্রা উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যাবে।পূর্ব থেকে পশ্চিম মণিপুর-মুম্বই যাত্রা ১৫টি রাজ্যের মধ্য দিয়ে ৬,৭০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং পথে সাধারণ মানুষের সঙ্গে দেখা করার সময় ‘ন্যায়’-এর বার্তা তুলে ধরা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct