নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গে প্রথাগত শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার পাঠও সমান্তরালভাবে চলে আসছে দীর্ঘদিন ধরে। এক সময় মূলত আরবি চর্চা ও প্রথাগত শিক্ষার প্রসারে পশ্চিমবঙ্গ জুড়ে যে মাদ্রাসা তৈরির প্রচেষ্টা তৈরি হয়েছিল তারই ফসল এ রাজ্যে সরকার পোষিত ৬১৪টি মাদ্রাসা। যার মধ্যে রয়েছে সিনিয়র মাদ্রাসাও। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত এই সব মাদ্রাসায় এক সময় আরবি বাধ্যতামূলক থাকলেও বাম আমলে তা ঐচ্ছিক করে দেওয়া হয়। ফলে এখন বিশেষ করে হাই মাদ্রাসাগুলিতে মাধ্যমিকের সমতুল বিষয়ই পঠনপাঠন হয়। যদিও ব্যতিক্রম সিনিয়র মাদ্রাসা। রাজ্যের ১০২ টি সিনিয়র মাদ্রাসায় আরবি চর্চা অবশ্য অব্যাহত। ফলে, মুসলিম জনমানসে প্রথাগত শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে আরবি শিক্ষা এখন ইতিহাস হয়ে উঠছে। েসক্ষেত্রে আরবি ফার্সি চর্চা তথা ইসলামি বুনিয়াদি শিক্ষার জন্য প্রদান অবলম্বন হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা দ্বীনি শিক্ষা কেন্দ্র কুরআনিয়া বা খারিজি মাদ্রাসাগুলি। এই সব মাদ্রাসাগুলিতে নিখাদ ইসলামি চর্চা হলেও এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান শিক্ষাও দেওয়া হচ্ছে। এই সব মাদ্রাসা কুরআনে হাফিজ ও মাওলানা, মুফতি, ক্বারী তৈরি করা হয়। হাফিজ কোর্স ছাড়াও সর্বোচ্চ রয়েছে দাওরা হাদিস পাঠক্রম।পশ্চিমবঙ্গে এইসব মাদ্রাসাগুলির পরিচালনাকারী সবচেযে বৃহৎ সংগঠন হল পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া। উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ পরিচালিত অল ইন্ডিয়া রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া-র অনুমোদিত সংস্থা হল পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া। এর প্রধান কর্ণধার তথা প্রেসিডেন্ট হলেও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি।রাজ্যে সরকার পরিচালিত হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসার সংখ্যা যখন একটি জায়গায় থেমে গিয়েছে। আর পড়ুয়াদের সংখ্যার তেমন বৃদ্ধি ঘটছে না তখন রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া আওতাভুক্ত মাদ্রাসার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বেড়ে চলেছে সেখানকার পড়ুয়াদের সংখ্যাও। এ রাজ্যে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া আওতাভুক্ত মাদ্রাসার সংখ্যা ১০০২টি। কিন্তু অল ইন্ডিয়া রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া, দারুল উলুম দেওবন্দের অনুমোদন রয়েছে ৯৪২টি মাদ্রাসার। এই সব মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুুসৃত হয়ে থাকে। সে দিক থেকে দেখতে গেলে রাজ্যে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদকেও ছািপয়ে গিয়েছে। যদিও ছাত্র সংখ্যার তুলনায় মাদ্রাসা শিক্ষা পর্ষদ এগিয়ে। কিন্তু তার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে এ রাজ্যে সিদ্দিকুল্লাহর সংস্থা নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি জানিয়েছেন, আগামী কাল সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া অনুমোদিত মাদ্রাসাগুলির পরীক্ষা। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি জানান, ১৯ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। রাজ্যের ৯৪২টি মাদ্রাসার মোট ১৮৯০০ জন পরীক্ষার্থী ২০২৪ সালের পরীক্ষায় বসছে। পরীক্ষা কেন্দ্রের মোট সংখ্যা ৫৯টি। একেবারে মাধ্যমিক বা হাই মাদ্রাসার ধাঁচে পরীক্ষার আয়োজন ছাড়াও নজরদারিও চলতে থাকবে যাতে কেউ টুকলি করতে না পারে। কিংবা প্রশ্ন ফাঁস না হয়। তবে, পরীক্ষা প্রতিদিন দুটি পর্বে সকাল ও সন্ধ্যায় হবে।সিদ্দিকুল্লাহ আরও জানান, পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনের সুবিধার্থে তিনটি জোনে ভাগ করা হয়েছে। সেই তিনটি জোন হল কলকাতা (সেন্ট্রাল), করজগ্রাম (বর্ধমান) এবং সুজাপুর (মালদা)।মাদ্রাসা শিক্ষা পর্ষদের সমান্তরাল এই বোর্ড পরীক্ষা পরিচালনার জন্য ৫০০জন পরীক্ষা পরিদর্শক নিয়োজিত করা হয়েছে। এছাড়া পরীক্ষা নজরদারির জন্য থাকবেন ৯২৫জন শিক্ষক। এক মাদ্রাসার শিক্ষককে অন্য মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে নির্দিষ্ট জোন থেকে পৌঁেছ যাবে সিল করা প্রশ্নপত্রের প্যাকেট। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের সামনে তা খুলতে হবে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে।মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি আরও জানান, পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া আওতাভুক্ত মাদ্রাসাগুলিতে শুধু আরবি, ফার্সি, উর্দু দেওয়া হয় তা নয়। এই সব মাদ্রাসায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের পাঠক্রমের সঙ্গে সাযুজ্য রেখে একই সঙ্গে অষ্টম শ্রেণির মান পর্যন্ত পাঠক্রম চালু রয়েছে। তাতে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল ও ইতিহাসও অন্তর্ভুক্ত। তার ফলে এই সব মাদ্রাসার পড়ুয়ারা কোর্স শেষে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct