আপনজন ডেস্ক: ২০২৪ সালের সাধারণ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (পিএমজিকেএওয়াই) মাধ্যমে বিতরণ করা খাদ্যশস্যের বস্তাগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। রিপোর্ট অনুসারে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) এর ১২জানুয়ারি, ২০২৪ তারিখের একটি বিজ্ঞপ্তি তার ২৬টি আঞ্চলিক অফিসকে পিএমজিকেএওয়াইয়ের অধীনে খাদ্যশস্য বিতরণের জন্য প্রধানমন্ত্রী মোদির ছবি সজ্জিত ল্যামিনেটেড ব্যাগের জন্য দরপত্র আহ্বান করার নির্দেশ দিয়েছে। সমাজকর্মী অজয় বোসের আরটিআই-এর জবাবে দেওয়া তথ্যে এ কথা জানা গিয়েছে। ইতিমধ্যে রাজস্থানে ১৩.২৯ কোটি টাকার সিনথেটিক ব্যাগের অর্ডার দেওয়া হয়েছে। জয়পুরে এফসিআইয়ের স্টোরেজ সেকশন থেকে আরটিআই-এর জবাবে জানা গিয়েছে, রাজস্থান ব্যাগ প্রতি ১২.৩৭ টাকা দরে ১.০৭ কোটি সিনথেটিক ব্যাগ সরবরাহের অর্ডার জারি করেছে। রাজস্থানের সালাসার টেকনোটেক্স প্রাইভেট লিমিটেড, রাজস্থান ফ্লেক্সিবল প্যাকেজিং লিমিটেড এবং অ্যালায়েন্স পলিস্যাকস প্রাইভেট লিমিটেডকে বরাত দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct