আপনজন ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। নিহত ওই কমান্ডারের নাম আলী মুহম্মদ আল-দাবস।শুক্রবার আইডিএফ জানিয়েছে, বুধবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ২০২৩ সালের মার্চে বোমা হামলার জন্য দায়ী অভিজাত রাদওয়ান ফোর্সের একজন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর অন্যতম এলিট শাখা আল-হজ রাদওান ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন আল-দাবস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct