সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: “বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করুন “- হ্যাঁ,এই শ্লোগান বর্তমান পরিস্থিতিতে সর্বত্র উঠতে শুরু করেছে।সেই ভাবনায় ভাবিত রাজনগর মাহাতোপাড়া রথতলা কমিটির উদ্যোগে লালা পাড়ায় বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে সরস্বতী পুজোর থিম করা হয়েছে ‘বৃক্ষ নিধনের কুফল’। গাছ কেটে ফেললে পরিবেশে তার যে চরম প্রভাব পড়ে এবং গাছের সংখ্যা কমে গেলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমার পাশাপাশি বন্যপ্রাণিদেরও প্রাণ হানি ঘটে। এটাই এখানে থিম এর মাধ্যমে তুলে ধরা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। মন্ডপ পরিদর্শন করতে এসে যার ভূয়সী প্রশংসা করলেন রাজনগর রেঞ্জার কুদরতে খোদা ও অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন।আয়োজকরা শুধু থিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগত দর্শনার্থীদের মধ্যে ফল গাছের চারাও বিতরণ করেন এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct