আজিম শেখ, রামপুরহাট, আপনজন: রক্ত দানের ইচ্ছে থাকলে শত বাঁধা পার করে দেওয়া যায় রক্ত। সেই প্রমাণ বীরভূমের রামপুরহাটের হরিওকা সরস্বতী মন্দির ও পাঠাগার। শিক্ষার সম্মান আরো উজ্জ্বলতার প্রকাশ পায় যখন, কোনো শিক্ষিত সমাজের কর্মী সমাজের পথে সঠিক কর্মটা প্রকাশ করে,ঠিক যেমন আমাদের রামপুরহাটের হরিওকা সরস্বতী মন্দির ও পাঠাগার। সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী মন্দির ও পাঠাগারের ১০০ বছর বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছিলো। এর থেকে ভালো আর কি উদ্যোগ নিতেপারে? এলাকার সকল মানুষকে নিয়ে একটি রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই অনুষ্ঠান। এদিন প্রায় ৩৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। BVDA অর্থাৎ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ রক্তদানে শিবিরে অংশগ্রহণ করেন।প্রায় ১০০ জনের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষার লাভ নিয়েছে। বর্তমান ক্লাব সভাপতি বাবলু সাহা ও ক্লাব সেক্রেটারি সুজয় মন্ডল জানালেন আমাদের ক্লাব ১৯২৪ সাল এর তৈরি । এই বছর ১০০ বছর পূর্তি অনুষ্ঠান সরস্বতী পূজার মধ্য দিয়ে শুরু হলো।ক্লাবের প্রাক্তন সভাপতি সমীর মন্ডল এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন ।এছাড়া হরিওকা গ্রামের অধিবাসীরা সবরকমের সহযোগিতা করেছেন।আয়োজনের প্রথম রক্ত দান করেন কৈলাশ মন্ডল, উল্লেখ যোগ্য ৬০ বছর বয়সী মহিলা আল্পনা মন্ডল রক্ত দেন।রক্ত দিলেন শিক্ষক তারক মন্ডল ও উনার স্ত্রী। সকলের এই সহযোগিতাকে সাধুবাদ জানাই। রক্তদান মহৎ দান। “বর্ণ অনেক, ধর্ম অনেক রক্ত এক” তাই তো রক্তদান মানবজাতির সেবা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct