সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, আপনজন: বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রকল্প ‘জলস্বপ্ন’ এর আওতায় পানীয় জল সরবরাহের উদ্বোধন হল নবাবপুরের ছিটপুকুরে। ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল (নলবাহিত) পৌঁছে দেওয়ার বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নবাবপুর গ্রামপঞ্চায়েত প্রধান রীনা সাঁতরা, উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, সঞ্চালক আনিসুর রহমান নস্কর, সিরাজুল হক মল্লিক সহ অন্যান্য সদস্য-সদস্যারা। এছাড়াও সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি পৌরহিত্য করেন চন্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মোসারফ আলিসহ পঞ্চায়েত সমিতির সদস্য হরিদাস পাল। কর্মাধ্যক্ষ শেখ মুশরাফ আলী জানান, রেউজির চকের বাসিন্দ বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোকাম এই প্রকল্পের জন্যে স্বেচ্ছায় জমি দান করেছেন যাতায়াতের রাস্তাসহ পানীয় জলের ট্যাংকের জমি। তাই কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, সদস্যরা হাজী সাহেবকে মোবারকবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct