আপনজন ডেস্ক: ফিট ও তরুণ সব খেলোয়াড়কে রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে ঝাড়খণ্ডের ম্যাচে অনুপস্থিত ছিলেন উইকেটকিপার–ব্যাটসম্যান ঈশান কিষান। রঞ্জি ট্রফিতে আজ ফাইনাল রাউন্ডের ম্যাচ খেলছেন না শ্রেয়াস আইয়ার আর দীপক চাহারও।দল চাওয়ার পরও যথাযথ কারণ ছাড়া কেউ রঞ্জিতে না খেললে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এ ক্ষেত্রে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার বিষয়ও থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।২৫ বছর বয়সী কিষান গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ছিলেন। তবে মানসিক অবসাদের কারণ দেখিয়ে সিরিজ থেকে তিনি নিজেকে সরিয়ে নেন এবং ভারতে ফেরার কথা বলেন। কিন্তু দেশে না ফিরে কিষান যান দুবাইয়ে। সেখানে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি পার্টিতে মৌজ-মাস্তিতে মেতে ওঠেন।কদিন পর ভারতে ফিরে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কে হতে চায় কোটিপতি) নামের টিভি কুইজ শোতে অংশ নেন। সেখানে কিষানের সঙ্গে ছিলেন ভারতের নারী ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্দানা। জনপ্রিয় এই অনুষ্ঠানের সঞ্চালক বিখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
কিছুদিন আগে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, টেস্ট দলে ডাক পেতে কিষান যেন রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। কিন্তু ঝাড়খণ্ড দলে যোগ না দিয়ে এককভাবে অনুশীলন করে যাচ্ছিলেন কিষান। গত সপ্তাহে বরোদায় হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। হার্দিক ও কিষান দুজনই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়।বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কিছু খেলোয়াড় ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন না—সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহকে জিজ্ঞেস করা হলে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি, ‘ফিট থাকলে না খেলার কোনো অজুহাত হতে পারে না। কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে অবশ্যই খেলতে হবে। খেলোয়াড়েরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করবে না। সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।’ঈশান কিষান ভারতের টেস্ট দলে ফিরতে চাইলে রঞ্জি ট্রফিতে খেলতে হবে বলে জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ঈশান কিষান ভারতের টেস্ট দলে ফিরতে চাইলে রঞ্জি ট্রফিতে খেলতে হবে বলে জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ছবি : এএফপি বিহারে জন্ম নেওয়া কিষান রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলেন। আজ শেষ রাউন্ডে রাজস্থানের বিপক্ষে খেলছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct