রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: শুরু হল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। টুকলি এবং প্রশ্ন ফাঁস রুখতে এ বছর একাধিক পদক্ষেপ। জেলার পাশাপাশি কান্দির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা। কান্দি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মহলন্দী জি সি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠভাবে শুরু হল উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা। এছাড়াও অপূর্ব সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপ্রতিপ্রার্থ প্রতীম সরকারের নির্দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন তৃণমূল নেতত্ব। শুক্রবার উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা ছিল বাংলা।
সকালে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের পেন ও জলের বতল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল মহলন্দী ১ নম্বর অঞ্চলের তৃণমূল নেতৃত্বদেরকে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ইসারুল হক, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাদক্ষ আবু আহম্মেদ আলী, মহলন্দী ১ অঞ্চলের প্রধান সাহেবা খাতুন প্রমুখ্।জানা গিয়েছে, কান্দির থানার জীবন্তি উদয়চাঁদপুর হাইস্কুল এবং নবপল্লী জেসিএস হাইস্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল মহলন্দী জি সি হাইস্কুলে। সকাল ৯ থেকে কড়া নিরাপত্তা এবং তল্লাশী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। সকাল পৌঁনে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম বাংলা পরীক্ষা নির্বিঘ্নেই সম্পূর্ন হয়েছে। এ বছর পরীক্ষার্থীরদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। এ বছর টুকলি এবং প্রশ্ন ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক সংসদ। এই বছর অনেকেই ভালো পরীক্ষা ও ভালো ফলাফল নিয়ে আশাবাদী পরীক্ষার্থীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct