আপনজন ডেস্ক: প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বেশি ইলেক্টোরাল বন্ড (ইবি) বিক্রি হওয়া শহরগুলির তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। ২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ইলেক্টোরাল বন্ড স্কিম চালু করেছিলেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়। নাগরিকদের তথ্য অধিকার লঙ্ঘনের জন্য এই প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছে শীর্ষ আদালত। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা এডিআর-এর তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে কলকাতায় (৭,৮৩৪) সবচেয়ে বেশি ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে। এরপরেই রয়েছে মুম্বই (৫,৪২৬), হায়দরাবাদ (৪,৮১২), নয়াদিল্লি (৩,৬৬২), চেন্নাই (১,৮৬৯) এবং গান্ধীনগর (১,১৮৯)। এছাড়া ভুবনেশ্বর (৮৫৭), বেঙ্গালুরু (৮২৬), জয়পুর (৩০৯), চণ্ডীগড় (২০৫), লখনউ (১০৯), পানাজি (৪১১), তিরুবনন্তপুরম (৮৭), রায়পুর (১২৪), গুয়াহাটি (১৬২), ভোপাল (৬০), বিশাখাপত্তনম (৮০) এবং পাটনা (৮)। উল্লেখ্য,নির্বাচনী বন্ডের প্রায় ৫৫ শতাংশ বিজেপির হাতে চলে যাওয়ায় গেরুয়া শিবির এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct