এম এস ইসলাম, বর্ধমান ও নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: রাজ্যের প্রায় ৪০০টি হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে উন্নীত। আর সেই সব মাদ্রাসার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ ছাত্রী। শুক্রবার শুরু হওয়া উচ্চমাধ্যমকি পরীক্ষা দিতে গিয়ে হাই মাদ্রাসার ছাত্রীদের তরফে এক গুরুতর অভিযোগ উঠল। কোথাও ছাত্রীদের পোশাক তল্লাশির পর তাদের হিজাব বা বোরখা খুলে বাধ্য করা হল, কোথাও পোশাক খুলে প্রায় নগ্ন করে চেকিং করার অভিযোগ উঠল। আর তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। হিজাব খুলে পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগটি উঠেছে বর্ধমান শহরের বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলে। এই স্কুলে বর্ধমান হাই মাদ্রাসার ছাত্রীদের উচ্চ মাধ্যমিক সিট পড়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ মেনে এই স্কুলের পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা টুকলি রুখতে এখানে ছাত্রীদের বোরখা, হিজাব, খোপার চুল, পায়ের মোজা খুলে চেক করা হয়। চেকিং সম্পন্ন হওয়ার পর ছাত্রীদের হিজাব বা বোরখা পরে পরীক্ষা দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এর ফলে অনেক ছাত্রী মানসিক ভাবে ভেঙে পড়ে বলে দাবি। সেই খবর অভিভাবকদের কাছে পৌঁছে যেতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের বক্তব্য, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় হিজাব পরিহীতাদের হিজাব খূলে চেকিংয়ের পর তাদেরকে হিজাব পরেই পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের আর হিজাব পরতে দেওয়া হয়নি। এ ব্যাপারে তারা বর্ধমান হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পেয়ে বর্ধমান হাই মাদ্রাসার প্রধান শিক্ষক যোগাযোগ করেন ডি আই সাহেবের সঙ্গেও। সূত্রের খবর বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠান ডিআই। জানা গেছে প্রধান শিক্ষিকা ডিআই-এর কাছে কথা দেন এরকম ধরনের ঘটনা আর ঘটবে না। ‘আপনজন’ সাংবাদিক প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিককে বহুবার ফোন করলেও তিনি না ধরায় তার প্রতিক্রিয়া মেলেনি।অন্যদিকে, মালদার কালিয়াচকের দরিয়াপুর বাইসি হাই মাদ্রাসায় ছাত্রীদের কাছে ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা পরীক্ষা করতে অনেকের শাড়ি খুলে কিংবা পোশক খুলে চেকিং করা হয় বলে অভিযোগ। এ নিয়ে অভিভাবকরা ওই মাদ্রাসার সামনে বিক্ষোভ দেখান। মাদ্রাসা ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct